আজ গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত বিজয়নগর এডিসি ভিলিজ এরিয়া, মতিনগর গ্রাম পঞ্চায়েত এরিয়া, কাটা মুরা এরিয়া বাতাধুলা এরিয়া, বার্মা ডুম এরিয়া তল্লাশি চালিয়ে মোট ১৯ টি প্লটে থাকা আনুমানিক ২ লক্ষ ২৮ হাজার গাছ ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য হতে পারে 22 লক্ষ 80 হাজার টাকা । এই অভিযান প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে