সারা ভারত কৃষক সভার ৩৮ তম জলপাইগুড়ি জেলা সম্মেলনে যোগ দিতে ধূপগুড়িতে এসেছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন বক্তব্যের শুরু থেকেই বিজেপিকে আক্রমণ করেন তিনি।তিনি বলেন, "কে কি পড়বে, কে কি খাবে তা নিয়ে ডানপন্থীরা বলে। বামপন্থীরা এসব কথা বলে না।"বাংলা ও বাঙালির ওপর অত্যাচারের বিষয়েও সরব হন তিনি। শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন," মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার কথা বলছেন।