টোটোতে করে চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে তিনজনকে পাকড়াও করল মঙ্গলকোট আবগারি বিভাগ। উদ্ধার করা হয়েছে প্রায় ৪০ লিটার চোলাই মদ। জানা গিয়েছে, ধৃতদের নাম সুকল মুর্মু, সুকুমার দাস ও কার্তিক মুর্মু। তাদের সকলেরই বাড়ি আউশগ্রাম থানা এলাকায়। বৃহস্পতিবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ ধৃতদেরকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে আলমপুর থেকে জয়পুর যাওয়ার রাস্তায় হানা দেয় আবগারি বিভাগের কর্মীরা।