বাবার মদ খাওয়া নিয়ে ছেলে বারণ করাতে অশান্তি অবশেষে বিষখেয়ে আত্মঘাতী ছেলে জামালপুর থানার সাদিপুরের ঘটনা। মৃতের নাম কৃষ্ণা পোড়েল (২৪) মৃতের দাদা সুব্রত পোড়েল জানান বাবা মাতাল সেই নিয়ে বাবাকে মদ না খাওয়ার কথা বলেছিল ভাই কৃষ্ণা পোড়েল সেই ব্যাপারে বাবার সঙ্গে অশান্তির জেরে শুক্রবার বিকেলে বাড়িতে থাকা চাষের কাজের বিষ সে পান করে ফেলে। বিষ খাওয়ার কথা জানতে পেরে তাকে Bmch আনলে আজ সকালে তার মৃত্যু হয়