তৃণমূল কংগ্রেসে ফিরলেন খোয়ারডাঙা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১০/১২২ নম্বর বুথের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা রত্নালি নার্জিনারি। বৃহস্পতিবার সন্ধ্যা কুমারগ্রাম ব্লকের ঘোড়ামারা চৌপথীর তৃণমূল কার্যালয়ে রত্নালি নার্জিনারির হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের কুমারগ্রাম ব্লক সভাপতি সুদয় নার্জিনারি। তিনি ছাড়াও ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সহ-সভাপতি রাজীব তির্কি, খোয়ারডাঙা-১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান অঙ্কুর ঈশ্বরারী, তৃণমূল নেতা ভিক্টর রায় সহ অন্যরা।