চোখের সামনে বাবার হাতে মাকে নৃশংস ভাবে খুন হতে দেখে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল অষ্টম শ্রেণির ছাত্র। শেষ পর্যন্ত তারই সাক্ষ্যের ভিত্তিতে স্ত্রীকে খুন করার অপরাধে দুর্গেন গুয়াবর নামের এক ব্যক্তিকে সোমবার যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিলো আলিপুরদুয়ার জেলা আদালত। সঙ্গে ওই দম্পতির এক মাত্র ছেলেকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন বিচারক। এমনটাই জানা গেছে আদালত সূত্রে সোমবার বিকেল পাঁচটা নাগাদ।