পূর্ব মেদিনীপুর জেলার মঙ্গলচক নারায়নচক চিরঞ্জীবপুর সমবায়ের বোর্ড নির্বাচন ছিল আজ। মোট আসন সংখ্যা 42টি তৃণমূল ও BJP42টি করেএবং বামেরা 12টি আসনে প্রার্থী দেয়। মোট ভোটার 1005 জন। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। গণনায় দেখা যায় রাজ্যের শাসক দল তৃণমূলকে পরাস্ত করে 35-7আসনে জয়ী BJP 2021শের বিধানসভা নির্বাচনের পূর্বে BJP এই জয়ে উজ্জীবিত BJP কর্মীরা গেরুয়া আবির মেখে বিজয় উল্লাস করে। উপস্থিত ছিলেন পবিত্র কর,সৌমিত্র দে।