Download Now Banner

This browser does not support the video element.

মাথাভাঙা ২: পারাডুবি সংলগ্ন এলাকায় জিসিপিএ-র পক্ষ থেকে ১২ ই সেপ্টেম্বর ভারত ভুক্তি দিবস পালিত হল

Mathabhanga 2, Cooch Behar | Sep 12, 2025
মাথাভাঙ্গা ২ নং ব্লকের পারাডুবি সংলগ্ন এলাকায় জি.সি.পি.এ -র পক্ষ থেকে শুক্রবার দুপুর দুটো নাগাদ ১২ ই সেপ্টেম্বর ভারত ভুক্তি দিবস পালিত হলো যথাযোগ্য মর্যাদার সহিত। এদিন পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে দিনটি পালন করা এলাকায়।এদিন উপস্থিত ছিলেন জিসিপিএ-র কেন্দ্রীয় কমিটির সদস্য নারায়ণ বর্মন, জিসিপিএ-র স্থানীয় নেতা দুলাল বর্মন,যামিনী বর্মন সহ অন্যান্যরা। জিসিপিএ নেতা দুলাল বর্মন জানান ১২ সেপ্টেম্বর ১৯৪৯ সালে কোচবিহার রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়।সেই উপলক্ষেই এদিন
Read More News
T & CPrivacy PolicyContact Us