সীমান্ত এলাকার একাধিক ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় স্বর্গীয় রামচন্দ্র ঘোষ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হল। জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তের মহদপুর মাঠে অনুষ্ঠিত হয় এই ফুটবল প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় তার ফাইনাল খেলা। মুখোমুখি হয়েছিল যাত্রাডাঙ্গা এবং মহদীপুর সি এন্ড এফ। হাডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয় মহদিপুর সি এন্ড এফ। চ্যাম্পিয়ন দলের হাতে নগদ এক লক্ষ দশ হাজার টাকা এবং ট্রফি তুলে দেওয়া হয়। সেই সঙ্গে রানাস দলকে নগদ ৮০ হাজার টাকা।