সেতুর উপর দিয়ে পানিও জলের পাইপ লাইনের কাজ করা নিয়ে সিপিআইএম,আইএসএফ ও তৃণমূলের বচসা , ধস্তাধস্তি, ঘটনাস্থলে পুলিশ।হাড়োয়া ব্লকের অন্তর্গত বিদ্যাধরী সেতুর ফুটপাতের উপর দিয়ে পিএইচই দপ্তরে পানীয় জলের মোটা পাইপ বসানোর কাজ চলছে। সেতুর উপরে এই মোটা পাইপ বসানোর ফলে ফুটপাত দিয়ে চলাচল করতে পারছে না পথ চলতি মানুষ অভিযোগ সিপিআইএম ও আই এস এফ এর। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ পাইপ লাইনের কাজ বন্ধ করতে গেলে তৃণমূলের সাথে সিপিআইএম ও আই এস এফের সাথে প্রথমে বচসা পরে ধস