কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে যশোডাঙ্গা বাজার সংলগ্ন পুকুরে বিসর্জন পর্ব শেষ হলো শুক্রবার সন্ধ্যা ছয়টা নাগাদ। বিসর্জন পর্ব করতে গিয়ে হাজার প্রশ্ন উঠে আসছে প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার দু'নম্বর ব্লক অফিসের দেওয়ালের পাশেই সর্ব্বশ্রী ক্লাব। প্রায় ৫০ বছর ধরে ক্লাবের পুজো হচ্ছে যশোডাঙ্গা বাজার এলাকায়। বিসর্জন দিতে গিয়ে নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিবছর কমিটির কর্মকর্তা রা।