সাংগঠনিক কর্মসূচি রূপায়নের লক্ষ্যে এবং স্থানীয় দাবিতে মাইরা গ্রামে জিএমপি কনভেনশন সংগঠিত করেন।২৬শে আগষ্ট বেলা ২ ঘটিকায় এই কনভেনশন সংগঠিত করা হয়।জিএমপি সাব্রুম মহকুমা কমিটির উদ্যোগে হয় এই কনভেনশন।এই কনভেনশনে মাইরা এলাকার বিভিন্ন গ্রাম থেকে জিএমপি সংগঠনের কর্মী সমর্থকগন সামিল হয়।সাংগঠনিক কর্মসূচী রূপায়ন, জনগনকে এই কর্মসূচীতে সামিল করা, স্থানীয় দাবিতে জনগনকে সংগঠিত করার লক্ষ্যে এই কনভেনশন।