দ্রুত চাবাগান খুলে বকেয়া বেতন ও ২০ শতাংশ বোনাস দেওয়ার দাবিতে চামুর্চি চেকপোস্টের কাছে আন্তর্জাতিক সার্ক রোড অবরোধ করল শ্রমিকেরা। শ্রমিকেরা জানিয়েছেন তাদের ছয়টি পাক্ষিক বেতন বকেয়া রয়েছে। তবুও তারা আন্দোলন করেনি। তারপরও কেন চাবাগান কতৃপক্ষ বকেয়া বেতন ও বোনাস না দিয়ে চাবাগান ছেড়ে গেল।