খয়রাশোল থানার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামের পালপাড়ায় শাস্ত্রীয় আচার মেনে শুরু হয়েছে গণেশ চতুর্থীর পূজা। এ বছর পালপাড়ার গণেশ পুজো তৃতীয় বছরে পদার্পণ করলো।এই পূজার উদ্যোগ ও আয়োজনে রয়েছেন স্থানীয় বাসিন্দা প্রদীপ পাল, রাজেশ পাল, পিন্টু মন্ডল ও প্রশান্ত মন্ডল।গ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশ, ভক্তদের মধ্যে ব্যাপক আনন্দ-উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।