মাত্র ৬০ টাকার লটারির টিকিট কেটে কোটি পতি হলেন ইট ভাটার কাজ করা জামাদর বস এলাকার এক শ্রমিক। বুধবার বিকেল সাড়ে তিনটা নাগাদ দিনহাটা থানা সূত্রে জানা গিয়েছে, জামাদরবস এলাকার কফছার মিঞা নামের এক শ্রমিক মাত্র ৬০ টাকার লটারির টিকিট কেটে কোটি পতি হলেন। কফছার মিঞা জানান, এদিন তিনি ৬০ টাকা দিয়ে লটারির টিকিট কাটেন। পরে জানতে পারেন সেই টিকিটেই কোটি টাকার পুরস্কা