কুলটির শীতলপুরে ২টি চারচাকা গাড়ির মুখোমুখি সাংঘর্ষ এরপর আরেকটা অটোতে ধাক্কা, আহত ৪জন ঘটনাস্থলে পুলিশ ঘটনার সম্বন্ধে জানা যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কামিশনারেট এর কুলটি থানার সাকতোড়িয়া ফাঁড়ি অন্তর্গত শীতলপুরে আসানসোল থেকে পুরুলিয়া গামী রাস্তায় আজ বিকাল ৫টায় দু দিখ থেকে আসা দুটো গাড়ীর মধ্যে মুখমুখী সংঘর্ষ হয়, সঙ্গে একটি যাত্রী বোঝাই অটো পেছন থেকে চার চাকা গাড়িতে ধাক্কা মারে, ঘটনায় মোট ৪জন আহত হয়েছে বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে কুলটি থানার সা