Deganga, North Twenty Four Parganas | Sep 13, 2025
দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশনে ছাত্র খুনের ঘটনা নিন্দা করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তরুণকান্তি ঘোষ। শনিবার সন্ধ্যা ছয়টা নাগাদ দেগঙ্গা থেকে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন যাদের হাতে বই খাতা থাকা উচিত আজ তাদের হাতে পিস্তল, ছুরি উঠে এসেছে। প্রশাসনিক ব্যর্থতা আছে বলে এই পরিস্থিতি দেখতে পাচ্ছি। প্রশাসন যদি আটোসাট, থাকতো আইনের অনুশাসন থাকতো তাহলে ছাত্ররা এগুলো স্বপ্ন ভাবতে পারত না।