বকেয়া পাক্ষিক বেতন ও ২০ শতাংশ বোনাসের দাবিতে বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বাগরাকোট চা বাগানের ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো শ্রমিকরা। এদিন ঐ চাবাগানে দিনভর কাজ বন্ধ ছিল। জানা গিয়েছে এই চাবাগানে চারটি পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে। এদিকে রাজ্যসরকার ২০ শতাংশ বোনাস দেওয়ার নির্দেশ দিলেও চাবাগান কতৃপক্ষ জানিয়েছে তারা ৮ শতাংশর উপর বোনাস দিতে পারবে না।এমনিতেই চারটি পাক্ষিক বেতন বাকি।তারমধ্যে বোনাসও কম।