আজ "বাঙ্গালী প্রবাসী সম্পর্ক অভিযান"- কে কেন্দ্র করে পানিসাগর মন্ডলে বিভিন্ন দুর্গো উৎসব বিভিন্ন পূজা মন্ডপের কমিটি দের নিয়ে সম্পর্ক অভিযান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচির বিধায়ক বরেন চন্দ্র বর্মন মহোদয়, উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক হারান চন্দ্র দাস মহোদয়, জেলা সম্পাদিকা গায়ত্রী ঘোষ মহোদয়া, জেলার মহিলা মোর্চার সভানেত্রী রুপালি অধিকারী মহাদয়া।