কালচিনি ব্লকের মঙ্গলাবাড়ি প্রধান নগড় এলাকায় হাতির হানায় ক্ষতিগ্ৰস্থ কলা বাগান ও সুপারি বাগান। প্রায় তিন বিঘা জমির কলা বাগানে রীতিমতো তাণ্ডব চালালো বুনো হাতি সমস্ত কলা বাগান তছনছ করে দিল। ক্ষতির পরিমান প্রায় দুই লক্ষ টাকা। মাথায় হাত কৃষকদের। বনদফতরের উপর ক্ষোভ উগড়ে দিল বাসিন্দারা। শনিবার এলাকার বাসিন্দারা জানান আজ ভোর রাতে একটি জঙলি হাতি এলাকায় প্রবেশ করে। বুনো হাতি এলাকার বাসিন্দাদের কলা বাগান, সুপারি বাগান তছনছ করে দেয়।