পান্ডুয়া তেলিপাড়া সংলগ্ন জি টি রোডের ধারে জনসভা করল সি পি আই এম এল লিবারেশনের পাণ্ডুয়া ব্লক কমিটির পক্ষ থেকে। সভার শেষে আজ মঙ্গলবার রাত আটটা নাগাদ সংগঠন সূত্রে জানা যায় আগামী ৭ই সেপ্টেম্বর সিপিআইএম এর লিবারেশনের 16 তম হুগলী জেলার সম্মেলন অনুষ্ঠিত হবে পান্ডুয়ায়। সেই সম্মেলনকে সাফল্য করবার আহবানে এ দিন পান্ডুয়া তেলিপাড়া সংলগ্ন জি টি রোডের ধারে এই জনসভার আয়োজন করে সিপিআইএম এল লিবারেশনের পান্ডুয়া ব্লক কমিটির পক্ষ থেকে,,