উদয়পুর ড্রপ গেইট বাজারে বিপ্লব দাস নামে এক যুবক দাঁড়ালো ছুরি দিয়ে পেশায় রাজমিস্ত্রি সুজিত দে এর মাথায় আঘাত করে এবং পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পার্থকওদর্শীরা রক্তাক্ত অবস্থায় সুজিত দে কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। অভিযুক্ত বিপ্লব দাসের বিরুদ্ধে সুজিত দে এবং এলাকার অন্যান্য যুবকরা ও প্রর্থক্যদর্শীরা উদয়পুর আর কে পুর থানায় অভিযোগ দায়ের করে।