কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টিপাতের জেরে বীরভূমের বোলপুর শান্তিনিকেতন থেকে যে গোয়ালপাড়া কোপাই নদী সেই কোপাই নদীর জলোচ্ছাসও বাড়ছে অতি বৃষ্টির ফলে । এতে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানষ ও স্থানীয় বাসিন্দারা। আর এই কোপাই নদীর জলোচ্ছ্বাস দেখতে ভিড় করেছে বোলপুর এবং আশেপাশের গ্রাম থেকে আসা কিছু সাধারণ মানুষ। রয়েছে শান্তিনিকেতন থানার পুলিশি প্রহরা।বারবার করে প্রশাসনের তরফ থেকে বারণ করা হচ্ছে কেউ যেন সেলফি না তোলে এবং কেউ জলের দিকে ঝুঁকে না যায়। কিন্তু, এই