কাজের দাবিতে মঙ্গলবার পথে নামলেন বলরামপুরের মালতি এলাকার বন্ধ হওয়া ক্র্যাসার ও খাদানে কাজ হারানো প্রায় হাজার খানেক মহিলা ও পুরুষ শ্রমিক।পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির ব্যানারে বিশাল মিছিলটি শুরু হয়। সমগ্র টাটা রোড, চক বাজার, বাসস্ট্যান্ড, বলরামপুর হাট হয়ে বিকাল তিনটা নাগাদ মিছিলটি ব্লক কার্যালয়ে পৌঁছায়। মিছিল থেকে দাবি ওঠে বন্ধ হওয়া ক্র্যাসার ও খাদান অবিলম্বে চালু করতে হবে,