কেশপুরের তৃণমূল নেতা মোহাম্মদ রফিক বর্তমানে এখন জেলা পরিষদের দলনেতা।আজ দুপুর দুটো নাগাদ কেশপুর বিডিও অফিসে সামনে পাবলিক নিউজ এর সাক্ষাতে তিনি বলেন কেশপুরে তৃণমূলের বিরুদ্ধে যেই দাঁড়াক না কেন এক লাখ ভোটে হারবে। আর তৃণমূল এক লক্ষ ভোটে জয় লাভ করবে।মোহাম্মদ রফিক আরো বলেন প্রশাসন স্বচ্ছতার সাথে কাজ করছে বলেই জামশেদ ভবনে সিপিআইএম পার্টির নেতারা আনাগোনা করতে পারছে। পুলিশ যদি তৃণমূলের হয়ে কাজ করতো তাহলে,জমসেদ ভবনে একটা সিপিএমের লোককেও দেখতে পাওয়া যেত না