বিভিন্ন বালুর খাদানে পুলিশ প্রশাসনের অভিযান। বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ চোপড়া ব্লকের সোনাপুর চিতলঘাটা এলাকায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বালুর খাদানে অভিযান চালানো হয়, খাদানে অবৈধ ভাবে একাধিক জায়গায় মজুত করে রাখা বালু চিহ্নিত করা হয় প্রশাসনের পক্ষ থেকে, এ বিষয়ে চোপড়া বি এল আর ও অফিসের আর ও অসীম মন্ডল জানান পরবর্তীতে আইন অনুযায়ী এই মজুদ থাকা বালি অকশন করা হবে, এদিন dsp d.e.b রাহুল বর্মন, চোপড়া থানার আইসি সুরজ থাপা, সহ চোপড়া বি এল এল আর