অসহায় আদিবাসী পরিবারের মহিলার আধার কার্ড কিংবা ভোটার কার্ড হয়নি এখনো ফলে বিপাকে পড়েছেন পদ্মের পাড় এলাকার আদিবাসী মহিলা। শুক্রবার বেলা এগারোটা নাগাদ এমনটাই জানা গেছে অসহায় মহিলার কাছ থেকে। অসহায় মহিলার স্বামী এবং তার শাশুড়ি মারা গেছেন গত কয়েকদিন আগে অজানা রোগে আক্রান্ত হয়ে। দুই সন্তানকে নিয়ে বিপাকে আছেন আলিপুরদুয়ার দুই ব্লকের পদ্মের পাড় এলাকার আদিবাসী মহিলা মংলী হেমব্রম। আধার কার্ড কিংবা ভোটার কার্ড তার হয়নি এখনো।