Faridpur Durgapur, Paschim Bardhaman | Aug 31, 2025
কয়েকদিন আগেই দুর্গাপুরের গোপাল মাঠের দশম শ্রেণীর এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় আসানসোলের ডামরা এলাকার একটা জঙ্গল থেকে। আবার খনি অঞ্চলের গৃহবধুর পঁচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য। রবিবার সকাল সাড়ে দশটায় শ্রীকৃষ্ণপুর এর অদূরে একটা নির্জন জায়গায় পেটো থান নামে একটা কালী মন্দিরের কুয়ো থেকে পঁচা দুর্গন্ধ পাই স্থানীয় গো-পালকরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লাউদোহার ফরিদপুর থানায়। কৌতুহলী মানুষজন ভিড় জমাতে থাকে এলাকায়। যেখানে মৃতদেহ উদ্ধার হয় সেই পাশ থেকে