কৃষ্ণনগরের বেশ কয়েকটি পুরনো পূজোর মধ্যে বাঘাডাঙ্গা বারোয়ারী অন্যতম। এবছর জগদ্ধাত্রী পুজোয় বাঘাডাঙ্গা বারোয়ারির ভাবনা নারী শক্তি। যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী যে কোনরকম উৎসব বা পুজো পরিচালনা করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মূলত সেই কারণেই এ বছর বাঘাডাঙ্গা বারোয়ারী কমিটির ব্যবস্থাপনায় জগদ্ধাত্রী পূজার থিম নারী শক্তি করা হয়েছে বলে জানান পূজো উদ্যোক্তারা।