মালদহের চাঁচল ২ ব্লকের গোরখপুরে এক যুবকের মুন্ডু কাটা দেহ উদ্ধার হয় বাঁশবাগানে। ঘটনার ৩৭ দিনের মাথায় প্রতিবেশী এক মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার বেলা ১১টা নাগাদ মহিলা সহ তিনজনকে আজ মহাকুম আদালতে পেশ করে পুলিশ। পরিকিয়ার জেরে খুনের অভিযোগ উঠেছিল।যদিও পুলিশের কাছে খুনের কথা স্বীকার করেনি কেউ।পুলিশ জিজ্ঞাসাবাদ জারি রেখেছে।ধৃতরা হল সেবিনা খাতুন ও তার দুই ভাই সানাউল্লাহ ও ফিরাজুল আলি।