ভারতের কৃষি বিদ্রোহগুলির মধ্যে অন্যতম বিদ্রোহ চুয়াড বিদ্রোহ।এই বিদ্রোহ ঘুম কেড়ে নিয়েছিল বৃটিশ শাসকদের। এই বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন ক্রান্তিবীর রঘুনাথ মাহাতো। শুক্রবার বিকেলে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের সাপধরা ৪ নং অঞ্চলের ঢেকিপুরাতে চুয়াড় বিদ্রোহের মহানায়ক ক্রান্তিবীর শহীদ রঘুনাথ মাহাতোর মুর্তি প্রতিষ্ঠা হলো কুড়মিদের সাপধরা অঞ্চল কমিটির উদ্যোগে।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মি সমাজের ঝাড়গ্রাম জেলা সভাপতি তরুণ মাহাত সহ অন্যান্যরা।