পানীয় জনসংকট মেটাতে বিধায়ক তহবিলের অর্থানুকূল্যে নতুন সাবমারসিবল বসানোর কাজ শুরু হল মেদিনীপুরের ২২ নম্বর ওয়ার্ডে ঈদগা মাঠ সংলগ্ন এলাকায়। উদ্বোধন করলেন বিধায়ক সুজয় হাজরা। প্রতীক্ষিত এই সমস্যার সমাধান উপলক্ষে এলাকার লোকজনকে নিজের হাতে বিলি করলেন লাড্ডু।