ময়াল সাপ উদ্ধার করল বন দফতর। সুপুর পঞ্চায়েতের মুড়াগ্রাম গ্রাম লাগোয়া ঝোপ থেকে ওই ময়াল সাপ উদ্ধার হয়। বন দপ্তর জানায়, সন্ধ্যা নাগাদ গ্রামের রাস্তায় প্রথমে ময়ালটি দেখা যায়। পরে সাপটি রাস্তার পাশে একটি গাছে উঠে পড়ে। খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ ভিড় জমান। পরে বনদফতরে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় গাছের ডাল কেটে সাপটি উদ্ধার করে বনদফতরের কর্মীরা। বন দফতর জানায়, সাপটি প্রায় ১২ ফুট লম্বা ও ২০ কেজি