প্রথম বছর গ্ৰামে হবে পুজো খুঁটি পুজোর মাধ্যদিয়ে গুইআড়া গ্ৰামে দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করলো মহিলাদের দ্বারা পরিচালিত গুইআড়া দুর্গা পুজো কমিটি । জামবনি ব্লকের গুইআড়া গ্ৰামে সোমবার খুঁটি পুজোর আয়োজন করা হয়। জানা গেছে এলাকার প্রায় ২০০ জন মহিলা তাদের লাক্ষ্মীর ভান্ডারের জমানো টাকায় এবছর পুজোর আয়োজন করতে চলেছেন। এবছর প্রথম বর্ষের পুজো। এদিন দুপুর নাগাদ এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন পুজো কমিটির সদস্যরা, কি জানাচ্ছেন তাঁরা শুনুন।