পূর্ব বর্ধমান জেলার ২১৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কুড়মুন-২, নবগ্রাম ও বিল্লগ্রাম এই তিনটি গ্রাম পঞ্চায়েত কে বেছে নেওয়া হয়েছে কাজের স্বীকৃতি হিসাবে তাদের পুরষ্কৃত করার জন্য। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলাপরিষদের দ্বিতীয় বর্ষ পুর্তি উপলক্ষে সংস্কৃতি লোকমঞ্চের মেট্রো হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাপরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলাশাসক আয়েশা রানি এ।