মঙ্গলবার শীতলকুচি বিডিও অফিস সংলগ্ন রাজ্য সড়কে। জানা যায় তিনটি টোটো একইসঙ্গে ক্রস করতে গিয়ে একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে নয়না ঝুলিতে পড়ে যায়। ওই টোটো গুলিতে স্কুল ছাত্র-ছাত্রী এবং যাত্রী থাকলেও তাদের তেমন কোন ক্ষতি হয়নি। পড়ে পুলিশ গিয়ে নয়না জুলিতে পড়ে থাকা টোটো টি উদ্ধার করে মোট দুটি টোটো থানায় নিয়ে যায়।