পুরশুড়ার শ্রীরামপুর কৈলাশ চন্দ্র সাধুখাঁ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উদ্যোগে তীব্র দাবদাহে সাধারণ মানুষ কে স্বস্তি দিতে পানীয় জল নিয়ে ছাত্রছাত্রীরা পৌঁছে যায় শ্রীরামপুর খেজুরতলা বাজারে। রাস্তা দিয়ে যাতায়াতকারী বাস ট্রেকার পথ চলতি মানুষের হাতে তুলে দেয় পানীয় জল। প্রচন্ড গরমে পানীয় জল হাতে পেয়ে খুশি পথ চলতি মানুষ।