বর্ধমানের সব থেকে বড় বিশ্বকর্মা এবার নজর কাড়বে বর্ধমানবাসীর।৩১ ফুটে প্রতিমা তৈরি হচ্ছে মন্ডপেই।উদ্যোক্তা সেক হাপিজুল রহমান থেকে খোকন দাস সকলেই সারা বছর অপেক্ষা করে থাকে এই বিশ্বকর্মা পূজোর জন্য। বর্ধমানের তেলিপুকুর এলাকায় প্রায় ২০০ জনেরও বেশী টোটো চালক নিয়েছেন এই উদ্যোগ। সকলের যৌথ প্রচেষ্টায় গড়ে উঠছে ৩১ ফুটের বিশ্বকর্মা। তেলিপুকুর টোটো ইউনিয়নের পরিচালনায় ১৪ বছর আগে ছোট করে শুরু হওয়া এই বিশ্বকর্মা পুজোই এখন নজর কাড়ছে বর্ধমানবাসীর।