মহারাষ্ট্রের কারিগর দিয়ে তৈরি হয়েছে কালচিনির গণেশ মহারাজ। মূর্তি দেখতেই জমজমাট ভিড় মণ্ডপে। এই প্রথম ডুয়ার্স এলাকায়২৫ মহারাষ্ট্রের কারিগর এনে গণেশ মূর্তি তৈরি হল। গণেশ পুজো মানেই মহারাষ্ট্র। এবারে সেই ছোঁয়া দেখা গেল কালচিনিতে।ডুয়ার্সের কালচিনি এলাকার অন্যতম বড় উৎসব গণেশ পুজো। প্রতিবছরের ন্যায় এ বছরও গণেশ চতুর্থীতে সেজে উঠেছে কালচিনি এলাকা। মহারাষ্ট্রের শিল্পী দ্বারা তৈরি করা হয়েছে, গণেশ ঠাকুরের প্রতিমা তা দেখতে ভিড় জমেছে দর্শনার্থীদের।