পাঁশকুড়ার কেশাপাটের ১৬ বছরের যুবক সুমন ঘড়া গতকাল সূরারপুর এলাকায় বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎবিষ্ট হন তাকে আশঙ্কা জনক অবস্থায় পাস করার সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকতাকে মৃত বলে ঘোষণা করে। সেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য তমলুক হসপিটালে পাঠায়। মৃতদেহের ময়না তদন্ত করা হয় আজ তমলুক হসপিটালে।