কাজে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি স্ত্রী। থানায় গেলে পুলিশ পাত্তা দেয়না। কমলাসাগর বিধানসভার দারোগাবাড়ি এলাকার যুবক প্রসেনজিৎ সরকার তার স্ত্রী লক্ষ্মী দেবনাথকে ফিরে পেতে চায়। গত এক সপ্তাহ আগে প্রসেনজিতের স্ত্রী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান৷ তার সন্দেহ সহকর্মী স্বপন দাসের সাথে পালিয়ে যায় তার স্ত্রী। বটতলা ফাঁড়িতে গেলে তাকে পাত্তা দেওয়া হয়না।