রংপুর রোডের এক মহিলা মোবাইল ফোন OTP share করতেই খোয়ান বিপুল টাকা, সেই টাকা ও অভিযুক্ত কে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ এই নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে সাংবাদিক বৈঠক করেন দিনহাটা থানার পুলিশ। উপস্থিত এসডিপিও ধীমান মিত্র, আইসি জয়দীপ মোদক। তারা কি জানাচ্ছেন শুনবো