বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার এক ব্যক্তিকে দিনহাটা আদালতে পেশ করলো সাহেবগঞ্জ থানার পুলিশ। রবিবার দুপুর দেড়টা নাগাদ দিনহাটা আদালতের সরকারী আইনজীবী আহুসান ওল আলোম সরকার ( মিঠু) জানান, শনিবার রাতে খারুভাজ এলাকায় সাহেবগঞ্জ থানার পুলিশ বিশেষ নাকা চেকিং চলাকালীন এক বাইক আরোহীকে আটক করে। তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও WB 63 D 022