শিল্পী ক্রিয়েশন এর উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রি পূজো এক্সিবিশন। দেগঙ্গা ব্লকের কার্তিকপুরে রবিবার দুপুর একটা থেকে শুরু হয় এই এক্সিবিশন। শেষ হয় রাত আটটা নাগাদ। শিল্পী ক্রিয়েশনের অন্যতম কর্মকর্তা শিখা দাস বলেন ছোট ছোট উদ্যোক্তারা যারা বাড়িতে হাতে বিভিন্ন জিনিস তৈরি করেন তারা এই এক্সিবিশনে অংশগ্রহণ করেছেন। এলাকার মানুষজন সেই সব জিনিসপত্র কিনছেন। রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ গিয়ে দেখা যায় ছোট ছোট উদ্যোগ তোরা তাদের জিনিসপত্র সাজিয়ে নিয়ে বসে আছেন। প্রচুর মান