কোহিনুর চা বাগানে লেপার্ডের আতঙ্কে ঘুম উবে গেছে বাসিন্দাদের। চা বাগানে বসানো খাঁচায় লেপার্ডের দেখা পাওয়া যায়নি। সন্ধ্যা হলেই রাজ্য সড়কের পাশে ঘুরে বেড়াচ্ছে লেপার্ড নজরে পড়েছে বনকর্মীদের জানা গেছে। গত কয়েকদিন ধরে কহিনূর চা বাগানে একের পর এক গরুকে আক্রমণ করছে লেপার্ড। বনদপ্তরের আধিকারিকরা লেপার্ড কে খাঁচা বন্দি করার জন্য কেমন ভাবে তৎপর পাচ্ছেন না। রাত্রিকালীন পরিস্থিতিতে কোহিনুর এলাকায় বনদপ্তরের নজরদারি বাড়ানো হয়েছে জানিয়েছেন সাউথ রায়ডাক রেঞ্