রবিবার বিকেল চারটে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক তহবিল থেকে তৈরি হওয়া যাত্রী প্রতীক্ষালয়ের শুভ উদ্বোধন করবেন দেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবীর। বিধায়ক তহবিল থেকে তিন লক্ষ টাকা ব্যায়ে এই যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন হয়। রোগীর পরিবারের লোকজন এবং এলাকাবাসীর যাতায়াতের ক্ষেত্রে এই জাতীয় প্রতীক্ষালয় অনেকটাই কাজে লাগবে জানান বিধায়ক।