মহিবাথান পাকুর তলায় জাঁকজমিয়ে একদিনের শ্মশান মা কালী পূজা হচ্ছে। দেশ বিদেশ থেকে ভক্তরা এসেছে এই পুজো দেখতে. সারারাত ধরে এই পুজো হবে পুজোর প্রতিমা একদিনেই কাঠামো দিয়ে একদিনেই মাটি দিয়ে একদিনেই রং করে তৈরি করা হয়. আজ আনুমানিক রাত্রি নটার দিকে এই চিত্র ধরা পরল পাবলিকাস্ট ক্যামেরায়. সারা রাত্রি ব্যাপি গান-বাজনার মাধ্যমে এই পুজো হবে প্রচুর লোকের সমাগম