মোবাইলে আসক্ত হয়ে পড়েছে তরুণ প্রজন্ম। আর তরুণ প্রজন্মকে মাঠমুখি করতে গত চার বছর আগে আইপিএলের ধাঁচে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে পানাগরের বেশ কিছু যুবক।নাম দেওয়া হয় পানাগড় প্রিমিয়ার লীগ। সেই প্রতিযোগিতার জনপ্রিয়তা ক্রমশই বেড়ে চলেছে দিনের পর দিন। এবছর ১৬ থেকে ১৯ নভেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তার আগে আইপিএলের ধাঁচে খেলোয়াড়দের নিলাম পর্ব হয় কাঁকসা হাটতলায়। শনিবার ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন কাঁকসা থানার মেজ বাবু অলকেশ ব্যানার্জি সহ অন্যরা