Sandeshkhali 1, North Twenty Four Parganas | Sep 10, 2025
বুধবার বার সন্ধ্যা সাতটা নাগাদ তালতলা এলাকায় পথ দূর্ঘটনায় আহত মোটর বাইক চালক কে ভর্তি করা হলো মিনাখা গ্রামীণ হাসপাতালে কলকাতা বাসন্তী হাইওয়ের ন্যাজাট থানার অন্তর্গত তালতলা এলাকায় বুধবার সন্ধ্যা বেলায় পথদুর্ঘটনায় আহত হল নাসির মোল্লা নামে এক মোটর বাইক চালক। এদিন ওই মোটর বাইক চালক মোটরবাইক চালিয়ে সড়বেড়িয়া দিক থেকে মালঞ্চের দিকে আসছিল। তালতলার কাছে হঠাৎ রাস্তার উপর গরু চলে আসায় গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটর বাইক চালক রাস্তার পাশে