বাঙ্গালীদের সর্বশ্রেষ্ঠ দূর্গা পুজোর আগে পর্যটকদের জন্য নতুন চমক গাজোল ব্লক প্রশাসন। গাজোল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের আদিনা ইকো পার্কে শুক্রবার দুপুর দুটো নাগাদ বুদ্ধমূর্তির উন্মোচন করা হলো এক বড় মাপের বুদ্ধমূর্তির। উপস্থিত ছিলেন বিডিও সুদীপ্ত বিশ্বাস, যুগ্ম বিডিও সুব্রত শ্যামল, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি শিখা মন্ডল সরকার, জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ রিতা সিংহ, বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ সিংহ,সহ অন্যান্যরা। সুদীপ্তবাবু বললেন চম